শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গ্রাহক কর্তৃক ব্যাংকে এক প্রকার স্থায়ী আমানতের বিপরীতে চেকের মত দেখতে যে কাগজটি প্রদান করা হয় সেটিই Fixed Deposit Receipt (FDR)। এ প্রকার হিসাব সাধারণত ৩ মাস, ৬ মাস, ১ বছর বা তার চেয়েও বেশি সময়ের জন্য খোলা হয়ে থাকে এবং এর বিপরীতে উচ্চ হারে সুদ প্রদান করা হয়। এই সুদের হার সকল ব্যাংকে একই রকম নয়। সাধারণত ১ কোটি টাকার কম স্থায়ী আমানত করলে ব্যাংকের পূর্ব নির্ধারিত সুদের হারেই সুদ দেয়া হয়ে থাকে। আবার অনেকক্ষেত্রে গ্রাহকের সাথে সম্পর্কের উপরও এই হার ভিন্ন ভিন্ন হয়। মেয়াদ পূর্তির পূর্বেই যদি গ্রাহক তার চুক্তি প্রত্যাহার করে তবে একটি জরিমানা ধার্য করা হয় এবং সঞ্চয়ি আমানতের উপর যে হারে সুদ প্রদান করা হয় চুক্তি থেকে সরে এসে সে হারে সুদ প্রদান করা হয়। আসলে গ্রাহকের সাথে ব্যাংকের স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট বিষয়ে সম্পাদিত চুক্তি একেক জন গ্রাহকের সাথে একেক রকম হয়, সে চুক্তির দলিলই হচ্ছে রিসিপ্ট। অর্থাৎ স্থায়ী আমানত চুক্তির শর্তাদি সংক্ষিপ্ত আকারে উল্লেখিত দলিল হচ্ছে এফডিআর। Fixed (স্থায়ী) Deposit (আমানত) Receipt (রশিদ/দলিল/চুক্তিপত্র)। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ