আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমার অভিজ্ঞতা হয়তো আপনাার কাজে লাগতে পারে। কারণ আমি অনার্স মাস্টার্সে আমার ডিপার্টমেন্টে একদম প্রথম সারির ছাত্র ছিলাম।এবং আমার রেজাল্ট সবার তুঙ্গে।  গত বছরেই আমার সকল গ্রাজুয়েশন শেষ হয়েছে।   আপনি কোন ডিপার্টমেন্টে পড়েন এটা জানতে পারলে আমি ১০০% সঠিক উত্তর দিতে পারতাম। তবে এখন আর কিছুই করার নেই প্রশ্ন যখন করেছেন তখন উত্তর দিতেই হবে।  গ বিভাগের বড় প্রশ্নের জন্য সর্বনিম্ন ৬ পৃষ্ঠা লিখবেন এর কম লিখলে ভালো ফলাফল কখনই সম্ভব না। তবে গবেষণামূলক অথবা কোন থিওরি হলে যতটুকু উত্তর ততটুকুই লিখতে হবে। আর আপনি সর্বোচ্চ ১০ পৃষ্ঠা লিখতে পারেন। তবে উত্তর যাতে যথার্থ হয়। বেশি পৃষ্ঠা লিখলেই বেশি মার্ক আসবে এটা ভুল ধারণা। আর আপনি ১০ পৃষ্ঠার বেশি লিখতে গেলে সব প্রশ্নের উত্তর দিতে পারবে না আমি ১০০% নিশ্চিত। কারণ আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি আমিও রোবট ছিলাম যে কেউ ১ পৃষ্ঠা লিখলে আমি দেড় পৃষ্ঠা লিখতে পারতাম।  হাতের লেখা বড় বড় করে অথবা ফাকা ফাকা করে লিখে পৃষ্ঠা বাড়িয়ে লাভ নেই। শিক্ষকরা বুঝতে পারেন যে তুমি কি মাপের ছাত্র।  তাই আমার অভিজ্ঞতা থেকে বলবো আমি সর্বোচ্চ ৬-১০ পৃষ্ঠা লিখতাম। এবং আমি আমার ডিপার্টমেন্টে ফলাফলে প্রথম হতাম। আশা করি আমার লেখা আপনার কাজে আসবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ