Call

দুর্ঘটনায় মারা গেলে রূপক অর্থে তিনিও শহীদ। কেউ দুর্ঘটনায় মৃত্যুবরণ করলে তার মৃত্যু শহিদী মৃত্যু বলে গন্য হবে। ইসলামে শহীদ দুই প্রকারঃ ১। বাস্তব অর্থে শহীদ। যারা ইসলামের জন্য যুদ্ধে নিহত হন, তারা সত্যিকারের শহীদ। আল্লাহর দরবারে তাদের মর্যাদা অপরিসীম। ২। রূপক অর্থে শহীদ। বাস্তব শহীদ ছাড়াও কেউ যদি দুর্ঘটনায় মারা যান, এ অবস্থায় আল্লাহর ওপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকে এবং তিনি নেক আমলকারী হন, তাহলে রূপক অর্থে তিনিও শহীদ। কিন্তু কেউ যদি গোনাহের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়, কিংবা নামে মুসলিম, কাজকর্মে ইসলামের বিধিবিধানের তেমন ধার ধারে না, এ রকম ব্যক্তি দুর্ঘটনায় মারা গেলে শহীদের মর্যাদা পাবে না। সাধারণত আল্লাহর পথে জিহাদে নিহত হওয়াকেই আমরা শাহাদত মনে করি। কিন্তু রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, আল্লাহর পথে নিহত হওয়া ব্যতিত সাত ধরনের শাহাদত রয়েছে। ১। প্লেগ- মহামারীতে যে মারা যায় সে শহীদ। ২। পানিতে ডুবে যে মারা যায় যায় সে শহীদ। ৩। অস্ত্রের দুর্ঘটনায় যে মারা যায় যায় সে শহীদ। ৪। পেটের পীড়ায় যে মারা যায় যায় সে শহীদ। ৫। আগুনে পুড়ে যে মারা যায় যায় সে শহীদ। ৬। ভুমি, ভবন বা ওয়াল ধ্বসে যে মারা যায় সে শহীদ। ৭। যে নারী গর্ভ ধারণে বা প্রসব-জনিত কষ্টে মারা যায়, সে শহীদ। [রেফারেন্সঃ মুয়াত্তা মালিক, হাদিসঃ ৫৫৪, ৮০২, আল মু’জামুল কাবীর, হাদিসঃ ১৭৮০ সহীহ বুখারী হাদিস নম্বরঃ ২৮২৯ আবু দাউদ, হাদিসঃ ৪৭৭৪, মুসনাদে আহমাদ, হাদীসঃ ১৬৫২]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ