ফেব্রুয়ারী বানানের ফেবরু এখানে উ-কার (ু) আছে বলে ফেবরুয়ারী হয়। কিন্তু লাইব্রেরি বানানে লাইবেরে এখানে উ-কার (ু) নেই এ-কার (ে) আছে তাই লাইবরেরি না হয়ে লাইবেরেরি হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এর কারন ব্যাকরণের অপিনিহিতি নিয়মের কারন। 

অপিনিহিতি ঃ কোন শব্দে পরের ও কার অথবা উ কার আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে। যেমন ঃ স্কুল → ইসকুল।  সাধু → সাউধ। 

তাই, ফেব্রুয়ারী শব্দে ও কার আগে উচ্চারিত হয় । কিন্তু, লাইব্রেরি শব্দে কোন কার না  থাকায় উচ্চারন  লাইবরেরি হয় না। 


(বিঃ দ্রঃ → অপিনিহিতি  কেবলমাত্র ও কার এবং উ কারে হয়) 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Sadiq islam

Call

ফেব্রুয়ারি তে ৪ টি অক্ষর রয়েছে (নিশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসে যা উচ্চারিত হয় তাকে অক্ষর বলে) । যথাঃ... ফেব, রু, আর, ই...... তাই এমনটি হয়েছে। অন্য দিকে লাইব্রেরি তে ৩ টি অক্ষর রয়েছে।যথাঃ লাই, ব্রে,রি....তাই এ রকম উচ্চারিত হয়েছে। আবার এই শব্দ দুটি উচ্চারনে মুক্তাক্ষর ও বদ্ধাক্ষরের প্রভাব রয়েছে। ফ্রেব্রুয়ারি তে প্রথমে বদ্ধাক্ষর বিদ্যমান --'ফেব'। অন্যদিকে লাইব্রেরি তে মুক্তাক্ষর ১ম এ আসে। যার কারণে এরকম হয়েছে। অর্থাৎ ১ম অক্ষরে "লাইব্রেরি" তে স্বরধ্বনি (ই) বিদ্যমান থাকাতে এরকম উচ্চারিত হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ