আমি গতকাল রাতে স্বপ্নে একজন Youtuber কে দেখেছি । তার সাথে কথা বলেছি দোকানে চা খেয়েছি ।এই স্বপ্নের ব্যাখ্যা কি ?
Share with your friends
Shaikat

Call

মানুষ সাধারণত যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করে কিংবা ভাবে, তখন মানুষ ঘুমের মধ্যে ওই বিষয়টাই একটি কল্পিত দৃশ্য হিসেবে দেখে। এটা শুধুমাত্র মানুষের একটা মানসিক অবস্থা। আপনিও সম্ভবত ইউটিউব বা ইউটিউবার নিয়ে ইদানীং খুব ভাবছেন, এর ফল স্বরুপ এই স্বপ্ন। 

Talk Doctor Online in Bissoy App

এর ব্যাখ্যা হলো আপনি ইউটুপ চ্যানেল খুলবেন বলে ভাবছেন এবং শিগ্রই খুলবেন। 

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি হয়তো ওই  ইউটিউবারের চ্যানেলটি বেশি ফলো করেন।    

Talk Doctor Online in Bissoy App
Call

মানুষ যে বিষয় সারা দিন ধরে ভাবে তাই সে স্বপ্ন দেখে । আপনি সারাদিন Youtuber কথা ভাবছেন তাই তাকে স্বপ্ন দেখেছেন।

Talk Doctor Online in Bissoy App
Sadiq islam

Call

মানুষ conscious থাকাকালীন যা ভাবে তা -subconscious থাকাকালীনও সেখান থেকে দূরে থাকতে পারে না। আপনার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় নি। এছাড়া মানুষের অনেক অলীক কল্পনা থাকে যা কখনও সম্ভব নয়, এরকম কল্পনা গুলোতে subconsious থাকাকালীন মন পূরণ করতে থাকে। ফলে আমরা ঘুমন্ত অবস্থায় অবাস্তব কল্পনা গুলোকেও জীবন্ত দেখতে পাই; এমনকি সেখানে নিজে অংশ গ্রহণও করে থাকি।

Talk Doctor Online in Bissoy App