শেয়ার করুন বন্ধুর সাথে
Call

গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন পুরুষ ও মহিলাদের ঋণদানের জন্য একটি বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হলেন গ্রামীণ ব্যাংকের স্বপ্নদ্রষ্টা। ভূমিহীনদের বিশেষ করে দরিদ্র অসহায় মহিলাদের মালিকানায় দেশের প্রথম এবং একমাত্র প্রতিষ্ঠিত বিশেষ ব্যাংকটি হলো 'গ্রামীণ ব্যাংক'।১৯৭৬ সালের আগস্ট মাসে চট্টগ্রামের জোবরাতে একটি প্রায়োগিক গবেষণা প্রকল্প হিসেবে 'গ্রামীণ ব্যাংক' প্রকল্পের যাত্রা শুরু হয়। ১৯৭৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সহায়তায় টাঙ্গাইল জেলায় এ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ক্রমাগত সাফল্যে উদ্বুদ্ধ হয়ে ১৯৮৩ সালে সরকার কর্তৃক 'গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ' জারি করার মাধ্যমে এটি একটি স্বায়ত্তশাসিত বিশেষ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। গ্রামীণ ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল তিন কোটি টাকা। ১৩ জন সদস্যের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ গ্রামীণ ব্যাংকের নীতি-নির্ধারণ করে থাকে। তাদের মধ্যে নয়জন সদস্য ভূমিহীন শেয়ার মালিক কর্তৃক নির্বাচিত হন। পরিচালকমন্ডলীর সভাপতি, ব্যবস্থাপনা পরিচালক এবং আরো দুজন সদস্য সরকার কর্তৃক নিযুক্ত হন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ