Call

উদ্দীপকে বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বিষয়টি প্রকাশ পেয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষুদ্রঋণের জনক বলা হয়ে থাকে। তিনি সত্তরের দশকে বাংলাদেশে ক্ষুদ্রঋণের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলেন। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এই ঋণ দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ভূমিহীন কৃষকদের জন্য এই ঋণ গ্রহণের বিশেষ সুবিধা রয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা দেশে ক্ষুদ্রঋণ বিতরণ করছে। ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ, গবাদিপশু পালন, হাঁস-মুরগির খামার, ক্ষুদ্র শিল্প, রেশম চাষ, মত্স্য চাষ প্রভৃতি উত্পাদনশীল খাতে এই ঋণ দেওয়া হয়ে থাকে। এককালীন বিতরণ করা হলেও এই ঋণ আদায় করা হয় সাপ্তাহিক কিস্তিতে। গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে এই ঋণ বিতরণ করা হয়। সুফিয়া খাতুনকে গবাদিপশু ক্রয়ের জন্য টাকা দেওয়া হয়, যা বেসরকারি সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে নির্দেশ করছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ