আমি ক্লাস ১০ এ পড়ি আমি গনিতে তুলোনামুলক ভাবে দূর্বল এখন আমি যে স্কুলে পড়ি ক্লাসের স্যার গনিত করার ৭০০ টাকা নেয়। ঐ স্যার এখনো বই থেকে গনিত করাইতেছে ওনার ছাত্ররা বলছে আমার কাছে।কিন্তু আমি যে স্যার এর কাছে পড়ি সে গনিত+ বিঙ্গান নেয় ২০০০ টাকা সে ও গনিত ভালো মত বিঝায় আমি বুজি আগের থেকে গনিতে ওনেক ভালো পারি আল্লাহ রহমতে। স্কুলের স্যার নাকি গনিত ভালো করায় । আমার পড়তে মন চাচ্ছে কিন্তু গিয়ে যদি দেখি আন্য কিছু তাই আমি একটু ভয় পাচ্ছি কি করব বুজতেছি৷ না।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি বর্তমানে যার কাছে পড়েন তার কাছেই পড়া চালিয়ে যান। এসএসসির মাত্র কয়েকটা মাস আছে এখন শিক্ষক পরিবর্তন করলে সমস্যা হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ