আমার বই পরতে বসতে ইচ্ছা করেনা ও পড়লে মনে থাকেনা 
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি বই পড়ার সময় মনোযোগ দিয়ে পড়ুন। এবং বই পড়ার সময় অন্য দিকে খেয়াল রাখবেন না। তাহলে মনে থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Habib96

Call

আপনি পড়া-শোনার জন্য নিরিবিলি স্থান বেছে নিন৷ আগেই নির্ধারন করে নিন কমপক্ষে কতটুকু বা কত সময় পর্যন্ত পড়বেন৷ সময় বা নির্ধারিত পরিমাণ পড়া শেষ না হলে পড়া ছাড়বেন না, দৃঢ়তার সাথে পড়তে থাকুন৷ একবারে দীর্ঘ সময় না পড়ে সময় নিয়ে অল্প করে কয়েকবারে পড়ুন৷ আল্লাহর কাছে দোয়া করুন৷ শয়তানের প্ররোচনা থেকে মুক্তি চান৷ মাঝে মাঝে কুরআন তেলাওয়াত করুন৷ এই দোয়া বেশী বেশী পাঠ করুন৷ রব্বি যিদনি ইলমা, রব্বিশ রহলি ছদরি, ওয়া ইয়াচ্ছিরলি আমরি, ওয়াহলুল উকদাতাম মিন লিছানি, ইয়াফকহু কওলি, ওয়াবিকা নাছতাইনু ইয়া মুছতাআন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ