Call

সব সময় তো আর ডাক বা নিলামের মাধ্যমে ক্রেতার লোকসান হয়না। লোকে বলে ডাক বা নিলামে মেয়াদ উত্তীর্ণ, ডুপ্লিকেট ও ব্যবহারী জিনিস বিক্রয় করা হয়। এটা ঠিক তবে সব সময় তা হয় না। অনেক সময় নতুন কোম্পানীর প্রচার বা ডাকনামের জন্য অনেক ভালো জিনিস কম দামে ডাক বা নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়। তাই লোকসান হলেও ভালো জিনিস পাওয়ার লোভে ডাক বা নিলাম থেকে জিনিস ক্রয় করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ