Share with your friends
Call

চেনার উপায় নাই বললেই চলে। কারন আজকাল প্রায়ই শোনা যায় যে, প্লে স্টোরেই ভাইরাস আছে যা এপে ছড়িয়ে পড়ছে। গুগলও এটি জানে বলেই মাঝে মাঝে এপস সরিয়ে ফেলে। একারনে ডাউনলোড করার আগে দেখে নিন কোন কোম্পানির এপস। পরিচিত বিখ্যাত কোম্পানি নাকি অজানা থার্ড পার্টি। এছাড়া কি কি পার্মিশন চাচ্ছে তাও দেখে নিন। যেমন ধরুন, নেটওয়ার্ক ব্যবহারকারী এপস নয়, কিন্তু লোকেশন পার্মিশন চাচ্ছে, কপিং এপস বা মেসেঞ্জারসস এপস নয় কিন্তু কন্টাক্ট পার্মিশন চাচ্ছে। এই ধরনের এপস সন্দেহজনক হবে।

Talk Doctor Online in Bissoy App

Call

আপনি যে অ্যাপটি ডাউনলোড করতে চান সে অ্যাপটির ইউজার রেটিংস দেখে বুঝতে পারবেন,সে অ্যাপটি ভাল নাকি ভাল না।    

Talk Doctor Online in Bissoy App

এ্যাপ এর ভালো-মন্দ ব্যবহার না করে বুঝা যায় না। 

তবে আপনি এ্যাপ রেটিং দেখে বুঝতে পারবেন, সেটি কতটা ভালো। কারণ এ্যাপ রেটিং গুলো এ্যাপ ব্যবহারকারীরাই দিয়ে থাকে।


সাধারণত ৪.২ রেটিং এর উপরের এ্যাপ গুলো ভালো মানের হয়ে থাকে। 


image


Talk Doctor Online in Bissoy App

apps ডাউনলোড করার সময় সবচেয়ে বেশি রেটিং এর  apps টা ডাউনলোড করবেন এব্ং নিচে কমেন্ট গুলো একটু পড়ে নিলে ভালো হয়।

Talk Doctor Online in Bissoy App