Waruf

Call

আপনার ফোনের ইন্টারনেট সেটিং যেখানে আছে সেখানে যান, চায়না ভিক্তিক ফোন হলে ডাটা একাউন্ট এরকম অপশন পাবেন। যাই হোক কষ্ট করে খুজে নিন। একাউন্ট প্রোফাইলে যেয়ে এডিট করুন। APN সেটিং করুন wap  প্রটোকল যদি থাকে সেখানেও wap অথবা http বাদে যেটা থাকে সেটা দিন। অথবা এবং যদি নোকিয়ার মত ব্রান্ড ফোন হয় তবে যে সিমে নেট চালাবেন সেই কোম্পানির কাছ থেকে wap কনফিগারেশন সেটিং নিন। সেভ করুন। তারপর চায়না বা ব্রান্ড উভয়ের ক্ষেত্রে wap টি ডিফল্ট সেট এক্টিভেট করুন।  এবার ঐ এপসডাউনলোড এ যান। ওফেন আসলে ওফেন করুন দেখবেন স্ক্রিন ক্লিয়ার হয়ে wap মোড আসবে এবং ডাউনলোড হবে। সরর্কতা wap সেটিং মোডেই এটা করতে হবে। সাধারন ব্রাউজিং এ http মোড ব্যবহার হয় যাতে এই জাভা এপ ডাউনলোডে সমস্যা হয়। কেননা সার্ভারে মুলত .jad ফাইল থাকে। তাই ওফেন আসে। ওফেন করলে ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী  .jar ফাইল ডাউনলোড হয়।

Talk Doctor Online in Bissoy App

আপনার ফোনে ডিফল্ট ভাবে শুধু অপেরা মিনি দেওয়া হয়েছে। অপেরা মিনি ছারা আর কোনো ব্রাউজার দেওয়া হয়নাই তাই Open এ ক্লিক করলে কিছু আসে না। --আপনি Java "Opera Mini 4.21" Use করেন সব কিছু Download করতে পারবেন..!!

Talk Doctor Online in Bissoy App
AmitSen

Call

আপনার ফোনে শুধু ওপেরা মিনি ছাড়া আর কোনো ব্রাউজার দেয়া নেই । তাই এমনটা হচ্ছে ।

Talk Doctor Online in Bissoy App