ওয়েব সাইটে ভিউ কম থাকলেও কি গুগল এডসেন্স আমার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেবে?
Share with your friends
Waruf

Call

আমার মনে হয় দেবে। আর টপ লেবেল ডোমেইন অবশ্যই লাগবে, সাবডোমেইনে হবেনা। কিছু হোস্টেড সাবডোমেইনে হয় যেমন ব্লগার ব্লগ। তবে টপ লেবেল ডোমেইনের মানে এই নয় যে ডট কম বা নেট লাগবেই। অন্য ডোমেইনও হবে কিন্তু হ্যা পেইড ডোমেইন অবশ্যক। ফ্রি ডোমেইনে দেয়না। যেমন আমার ডোমেইন কিন্তু . com or net নয়। তবুও দিয়েছে। অন্যদিকে বিশাল ট্রাফিক লাগবে বলে প্রচলন আছে। কিন্তু আমি প্রমান করেছি এটি ভূল। আমার সাইটে ভিজিটর খুব কম। আমি প্রচারও করিনা। তবুও এড দিয়েছে। এক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেইড হোস্টিং। ভাল ডিজাইন। কপি থিম নয়। আর কন্টেন্টও ইউনিক হবে। ভাল নীতিমালা, যোগাযোগ অপশন, নির্ভুল ও বিস্তারিত কন্টেন্ট হলেই এপ্রুভ দেয়। নির্ভুল বলতে বাক্য গঠন জনিত ভূল হলে হবেনা। সার্থক অর্থবোধক বাক্যের কন্টেন্ট লাগবে। প্রমান আমার সাইট।

Talk Doctor Online in Bissoy App