প্লাটিপাস সংযোগকারী যোগসূত্র রক্ষাকারী প্রাণী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

615সালে 11 জন পুরুষ 4জন নারি সর্বমোট 15 জন আবসিনিযায় হিজরত করে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবিদের সংখ্যা ৮৩ জন ( শিশু ব্যাতিত ) । সূত্রঃ ইন্টারনেট         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১মবার হিজরত


নবুয়াতের ৫ম বছরের শেষের দিকে ৬১৫ খ্রীস্টাব্দে হযরত আলী রাঃ এর ভাই জাফরের নেতৃত্বে ১১ জন পুরুষ ও ৪ জন নারী সহ মোট ১৫ জন প্রথমবার আবিসিনিয়ায় (ইথিওপিয়ায়) হিজরত করেন। 

এ ১৫ সদস্যদের দলে ছিলেন - হযরত ওসমান রা:,  তাঁর স্ত্রী নবীকন্যা হযরত রুকাইয়া রাঃ,  যুবাইর ইবনুল আওয়াম, মুসআব ইবনে উমাইর প্রমুখ সম্ভান্ত্র পরিবারের সাহাবীগণ।


২য় বার হিজরত


হযরত ওসমান রা: এর নেতৃত্বে পরিচালিত দল আবিসিনিয়ায় তিন মাস অবস্থান করেন। এর মধ্যে একটি ভিত্তিহীন খবর প্রচারিত হয় যে, মক্কার কুরাইশগণ ইসলাম গ্রহণ করেছে। এ সংবাদ পেয়ে আবিসিনিয়া থেকে মুসলিম দল মক্কায় ফিরে আসে কিন্তু ফিরে এসে দেখে পরিস্থিতি উল্টো।  নবদীক্ষিত মুসলিমদের উপর অত্যন্ত মর্মান্তিক ও অমানুষিক নির্যাতন শুরু হয়। হযরত মুহাম্মাদ সাঃ,  হযরত ওসমান রাঃ এর নেতৃত্বে ১৮ জন মহিলাসহ ১০০ জনের একটি দল পুনরায় আবিসিনিয়ায় প্রেরণ করেন। এটাই আবিসিনিয়ায় মুসলমানদের ২য় হিজরত। 





ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ