GphoneA8 এই ফোনটির ক্যামেরা 5MP/5MP এবং সমস্যাটি হলো: কোন কাগজ বা বইয়ের লিখা ক্যামেরাতে দেখায় না?  আবার যা দেখায় তা পড়া যায়না? এবং সেলফি ছবি ঠিকি ক্লিয়ার থাকে? এরকারন কী ?
Share with your friends
Call

অনেক ছোট লেখার কারণে তা ৫ মেগাপিক্সেলের ক্যামেরায় স্পষ্ট আসেনা। মূলত আমরা যে ছবি তুলি নিজেদের চেহারার তার আকার ফ্যাক্ট করে। প্রিন্ট করা কোন লেখা বা হাতে লেখা কোন কিছুর ছবি তুললে তা কম্পক্ষে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তুললে স্পষ্ট বুঝায়। কিন্তু কিছু ফোনের ৫ মেগাপিক্সেলের ক্যামেরাও অনেক ভালো রেজোলিউশন দেয়। যেমন আই ফোন, লুমিয়া, স্যামসাং

Talk Doctor Online in Bissoy App

Call

আপনার ক্যামেরার সেটিংসে গিয়ে একবার reset setting করে দিন।কাজ হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App