শেয়ার করুন বন্ধুর সাথে

গান শোনা ও বাজনা বাজানো ইসলামে নিষেধ। গজলও গানের মতোই। তা অসার ও অশ্লীল না হলে এবং শিরকে ও বিদআতমুক্ত থাকলে গাওয়া এবং শোনা বৈধ। কিন্তু তাতে বাজনা বা মিউজিক থাকলে তা যতই ভাল ও তাওহীদমূলক হোক, গাওয়া ও শোনা বৈধ নয়। (সূরা লোকমান ৬)

মেহের জেইনের ইসলামী  গান যেহেতু বাজনা বিশিষ্ট তাই তা শোনা জায়েজ হবেনা।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ