শেয়ার করুন বন্ধুর সাথে
Call

জীবজগতের রাজ্য গুলোর বর্ণাণা: *মনেরা* এ রাজ্যের অধীনে বিন্যস্ত জীবের বৈশিষ্টগুলো হলো:-জীবটি এককোষী এবং এর কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না।এরা খুবই ক্ষুদ্র ও অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না।উদাহরণ:রাইজোবিয়াম। *প্রোটিস্টা* এর অধীনে ঐ সকল জীবকে বিন্যস্ত করা যায় যাদের কোষ সুগঠিত নিউক্লিয়াসযুক্ত।এরা এককোষী,একক বা দলবদ্ধভাবে থাকতে পারে।উদাহরণ:অ্যামিবা। *ফানজাই* এদের দেহে সুগঠিত নিউক্লিয়াস থাকে।এরা সাধারণত এককোষী বা বহুকোষী।দেহে ক্লোরোফিল নেই,তাই তারা পরভোজী।উদাহরণ:ইস্ট। *প্লান্টি* এরা সাধারণত নিজেরা নিজের খাদ্য তৈরি করে তাই এরা স্বভোজী।এরা এককোষী বা বহুকোষী হতে পারে।উদাহরণ:ফার্ন। *এ্যানিমেলিয়া* এসব জীবের কোষে সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না।সাধারণত প্লাষ্টিডও থাকে না।উদাহরণ:মানুষ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ