বিতর্কে আপনার যুক্তি হবে আইন দিয়ে নয় ব্যক্তির মানসিকতার পরিবর্তনের মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ করা সম্ভব। শুধু আইন থাকলেই সবাই দূর্নীতি ছেড়ে দিবে না।এজন্য প্রথমে আইনের প্রয়োগ করতে হবে।কিন্তু আইন প্রণয়নকারী এবং বাস্তবায়নকারীরাই যদি দূর্নীতি করে তবে দূর্নীতি রোধ হবে কিভাবে? এজন্য আগে তাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।তাদের মধ্যে যদি সততা বিদ্যমান থাকে তবে তারা দূর্নীতি করবে না। এই শিক্ষাটা আসে পরিবার থেকে।তাই আগে শিশুকে যদি সঠিক শিক্ষায় বড় করা যায়,তবে তারা বড় হয়ে দূর্নীতি করবে না। বি.দ্র. : বিতর্কে আগে থেকে কনসেপ্ট রেডি করে তেমন লাভ নেই।তাই আগে আপনার বিষয়টি সম্পর্কে গভীরভাবে অধ্যয়ন করুন।তারপর মনে মনে প্রথম বক্তব্যর জন্য একটা কনসেপ্ট তৈরি করুন।পরবর্তী বক্তব্যগুলো যেহেতু যুক্তি দেয়া ও যুক্তি খন্ডন করা।তাই সেগুলো আপনাকে উপস্থিত জ্ঞানে মোকাবিলা করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ