Be এর আয়নীকরন শক্তি B এর চেয়ে বেশী কেন?
Share with your friends
Call

Be এর আয়নিকরণ শক্তি B এর চেয়ে বেশি কারন,Be এর অবস্থান B এর বাম দিকে. আমরা জানি যে পর্যায় সারণির বাম দিক থেকে যত ডান দিকে অগ্রসর হয় তত আয়নিকরণ শক্তি হ্রাস পায়।

Talk Doctor Online in Bissoy App

 Be এর আয়নিকরণ শক্তি B অপেক্ষা বেশি- এটি দুই ভাবে ব্যাখ্যা করা যায়। এক ভাবে পূর্বে আলোচনা হওয়ায় অন্য।উত্তরটি করা হলো।

  • আমরা জানি, কোন মৌলের ধনাত্মক বা ঋণাত্মক আয়ন সৃষ্টির ক্ষমতাকে উক্ত মৌলের আয়নিকরণ শক্তি বলে। এখন, Be এর সর্ববহিঃস্থ কক্ষপথে দুইটি ইলেকট্রন আছে, ফলে সে খুব সহজেই দুটো ইলেকট্রিন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করতে পারে।
  • অন্যদিকে B এর সর্বশেষ কক্ষপথে ৩ টি ইলেকট্রন আছে। ফলে তার ৩ টি ইলেকট্রন ত্যাগ বা ৫ টি ইলেকট্রন গ্রহণের ক্ষমতা খুব কম। এজন্য এটি খুব সহজে আয়ন উৎপন্ন করতে পারে না। 
  • যেহেতু Be,  B এর তুলনায় সহজে আয়ন উৎপন্ন করতে পারে, তাই Be এর আয়নিকরণ শক্তি B অপেক্ষা বেশি।
Talk Doctor Online in Bissoy App