Share with your friends

Present tense ৪ প্রকার।

যথাঃ

1. Present indefinite tense

2. Present continuous tense

3. Present perfect tense

4. Present perfect continuous tense



১. Present indefinite tense: বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে verb-এর present indefinite tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও present indefinite tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর মূল verb-এর present form ব্যবহূত হয়। তবে subject (কর্তা) third person singular number হলে মূল verb-এর শেষে s বা es যোগ করতে হয়। যেমন:

1) We live in Bangladesh.

2) The sun rises in the east.

3) Birds fly in the sky.

4) The rose smells sweet.

5) He does not sleep by day.

6) Does Ram not drink tea?

,

,

২. Present continuous tense: বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present continuous tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে am, is, are বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন:

1) Mother is telling a story 2) The dog is barking.

3) Tuli is singing a song. 4) I am seeing a bird.

5) Now it is not raining. 6) Rahim is catching fish.

,

,

3. Present perfect tense: বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে verb-এর present perfect tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have বা has বসে এবং মূল verb-এর past participle form ব্যবহূত হয়। যেমন:

1) I have written a letter.

2) She has drawn a picture.

3) They have eaten rice.

,4. Present perfect continuous tense: বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে verb-এর present perfect continuous tense হয়।

গঠন প্রণালি: Subject-এর পর person ও number অনুসারে have been বা has been বসে এবং মূল verb-এর শেষে ing যোগ হয়। যেমন:

1) I have been reading for five hours.

2) It has been raining since morning.

3) He has been suffering from fever for seven days.

Talk Doctor Online in Bissoy App