শেয়ার করুন বন্ধুর সাথে
Call

কোনো বিশেষ পরমাণুকে ফোটন কণিকা দ্বারা উত্তেজিত করে লেজার রশ্মি তৈরি করা হয়।এ রশ্মি অত্যাধিক লক্ষ্যভেদী, সুসংগত,একক রঙের এবং তীব্র শক্তিসম্পন্ন আলো।অনেক দূরত্ব অতিক্রম করার পরও লেজার রশ্মির দিক বিচ্যুতি ঘটে না।লেজার যন্ত্রের মাধ্যমে আলোক তরঙ্গকে কোনো স্ফটিকের মধ্য দিয়ে চালনা করা হলে উদ্দীপ্ত নিঃসরণ ঘটে এবং অতি শক্তিশালী সুসংগত আলোক রশ্মি নিঃসরিত হয়,যার নাম লেজাররশ্মি। এভাবেই লেজার রশ্মি কাজ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ