আমি আবেদন করছিলাম কিন্তু চান্স পাইনি আর এখন আমার কাছে একটা এস এম এস আইছে যেটাতে আবার আবেদন করার কথা বলা হযেছে এবং একটা পিনকোড ও আইছে অথাৎ এর মানেটা কি?? প্লিজ বলবেন,,,
Share with your friends

যদি আপনি ওয়েটিং লিস্টের কেও হন তবে এখনো ভর্তির সুযোগ আছে। তবে এটা সিওর বলা যাবে না যে, আপনি ভর্তি হতে পারবেনই। ব্যাপারটা বুঝিয়ে বলছি, কিছু কিছু পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় শিফটে প্রথম ৭ কার্য দিবসের কার্যক্রম শুরু করেছে গত ২১ তারিখ।  ঐসকল পলিটেকনিকে যারা ২য় শিফটে চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, অর্থাৎ অনলাইনে ৮০৫ টাকা জমা+ প্রতিষ্ঠানে কাগজপত্র জমা দেয়নি কিংবা প্রথম সাত কার্য দিবসে ক্লাসে উপস্থিত হয়নি, তাদের ভর্তি বাতিল করা হবে । এখন মনে করুন আপনি বরগুনা পলিটেকনিকে কম্পিউটার বিভাগে ২য় শিফটে আবেদন করেছিলেন। আর এই সাত কার্য দিবসের পর ঐ পলিটেক্নিকের একটা ছেলের ভর্তি বাতিল হয়ে গেল, তখন আপনি যদি ওয়েটিং লিস্টের কেও হন তবে আপনি সেখানে চান্স পাবেন। এবার আসি মেসেজের কথায়, আপনি মেসেজটি স্পষ্ট করে উল্লেখ করেননি তাই আমিও বুঝতে পারছিনা এটার মানে কি। আপনার প্রতি পরামর্শ হল আপনি আপনার আশে পাশের কোনো একটি কম্পিউটার দোকানে যান, যেখানে সাধারণত বিভিন্ন আবেদন করা হয়। তাদের কাওকে দেখালে তারা আপনাকে এর মানে বুঝিয়ে দিবে। বিঃ দ্রঃ বেসরকারি পলিটেকনিকে এখনো ভর্তির সুযগ আছে।   

Talk Doctor Online in Bissoy App