MS Word লেখা কতগুলো লাইন এর ডান অংশ গুলোকে সহজে BOLD বা একটু বড় করবো কি ভাবে?

যেমন নিচের বাক্য গুলোর উত্তর অংশগুলো আমি BOLD করতে চাই । এ ক্ষেত্রে একত্রে সিলেক্ট করার কোন ব্যবস্থা আছে ‍কি?

1.বাংলা সাহিত্যে ১ম উপন্যাসের নাম-- ---------------------------আলালের ঘরের দুলাল।
2. বাংলা সাহিত্যে ১ম বাঙালি মহিলা উপন্যাসিক-- ------------স্বর্ণকুমারী দেবী।
3. বাংলা সাহিত্যে ১ম মুসলিম রচিত সার্থক নাটক-- ----------বসন্তকুমারী।
4. বাংলা সাহিত্যে ১ম মুসলিম চরিত্র অবলম্বন নাটক-----------জমিদার দর্পন।
5.বাংলা সাহিত্যে ১ম বাঙালি মুসলমানের লেখা উপন্যাস -- ---রত্নাবতি।
6. বাংলা সাহিত্যে ১ম ও একমাত্র গদ্য মহাকাব্য --==----------- বিষাদ সিন্ধু।
7. বাংলা সাহিত্যের ১ম রোমান্স ধর্মী উপন্যাস------------------ কপালকুন্ডলা।


Share with your friends

Call

এটা করা যাবে না। তবে একটু কৌশল অবলম্বন করলে যেতে পারে। তবে সেই ক্ষেত্রে আপনাকে বিশেষ পদ্ধতি অবলম্বন করে লিখতে হবে। আপনি টেবিল তৈরি করে লিখতে পারেন তাতে ডান পাশের কলাম গুলো একেবারে সিলেক্ট করে বোল্ড করতে পারবেন। আবার Format এ গেলে Columns বলে একটা অপশন আছে। সেখান থেকে ২ কলাম করে নিয়ে আপনি ডান পাশের কলামে বোল্ড করার প্রয়োজনীয় লেখাগুলো দিতে পারেন। এবং পরে একবারে বোল্ড করতে পারবেন। এরকম পূর্ব কৌশল ছাড়া এই কাজ আপনি স্বাভাবিক অবস্থায় করতে পারবেন না।

Talk Doctor Online in Bissoy App