কি ভাবে কথা বলার দক্ষতা বাড়াতে পারি?
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি নিম্নোক্ত বিষয়গুলো আয়ত্ব করে একজন ভাল বক্তা হতে পারেন৷   *পরিপূর্ণতা (Completeness): অসম্পূর্ণ কথা না বলা৷   আপনার কথা বা লেখা সবসময় পরিপূর্ণ হতে হবে।কথাটা যেন আপনার শ্রোতার সবরকমের জানার আগ্রহকে নিবারণ করতে সক্ষম হয়।কথা বলার বা লেখার সময় মাথায় রাখতে হবে যে আপনার কথার বা লেখার উপর ভিত্তি করেই শ্রোতা বা  পাঠক তার প্রতিক্রিয়া দেখাবে। *বিবেচনা করে কথা বলা! “একসময় অনেকগুলো মূল কথা বলতে গেলে শ্রোতা দ্বিধান্বিত হয়ে যায় এবং কোনো কথাই ঠিকমত বলা হয় না।” এভাবেই কথা বলার সময় নিজেকে শ্রোতা বা পাঠকের জায়গায় রেখে তারপর করতে  হবে। শ্রোতার বোধগম্যতার বাইরে যায় এমন কিছুও  যেমন বলা যাবে না, তেমনি শ্রোতা নিজেকে তুচ্ছ মনে করে বাতার বিশ্বাসে আঘাত হানে এমন কিছু বলা যাবে না।কথা বলার সময় নেতিবাচক শব্দের পরিবর্তে যতটা সম্ভব ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে। *স্পষ্টতা (Clarity): খুবই জরুরি বিষয়!  কথা-বলার সময় একটা মূল কথাতেই জোর দিতে হবে। একসময় অনেকগুলো মূল কথা বলতে গেলেশ্রোতা দ্বিধান্বিত হয়ে যায় এবং কোনো কথাই ঠিকমত বলা হয় না।এক সময় একটা বিষয় নিয়ে কথা বলতেগেলে তা শ্রোতার বুঝতে সুবিধা হয়। ব্যাপারটা আপনি/আপনার বন্ধু-বান্ধবের সাথে কথা বলতে গেলেই বুঝবেন। অনেকজন বন্ধু-বান্ধব একসাথে কথা বলতে থাকলে সেখানে অনেক রকমের কথা মিশে যায় এবংঅনেক কম সময়ই দেখবেন যে ঐখানে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কথা হচ্ছে। *ভদ্রতা!কথা বলার সময় ভদ্রতা না থাকলে সবগুণই বেকার৷  কথা বলার  সকল বৈশিষ্ট্য বহন করলেও শ্রোতা সন্তুষ্ট হবে না যদি তা ভদ্র ভাষায় বলা না হয়।আপনার কথায় শ্রোতার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন থাকতে হবে।  মনে রাখবেন, আপনার কিছু সৌজন্যমূলক কথা একজনের দিনটাকে ভালো করার জন্য যথেষ্ট। *শুদ্ধতা(Correctness): বিশেষভাবে সভা-সেমিনারে শুদ্ধও সাধুভাষায় কথা বলা খুবই জরুরি৷  শুদ্ধতা মানে হচ্ছে, আপনার কথায় কোনো রকমের  ভুল থাকবে না।আপনার প্রতিটা কথা আপনাকে উপস্থাপন করে।আপনার কথায় ভুল থাকলে, আপনি যতই দক্ষ হোন না কেন, কথাগুলো আপনাকে প্রাপকের সামনে দূর্বলভাবে উপস্থাপন করবে।  সুতরাং,এসমস্ত বিষয়ের প্রতি খেয়াল রেখে আপনি একজন দক্ষ বক্তা হয়ে উঠতে পারেন৷ ধন্যবাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ