Android অথবা Windows ফোন
দিয়ে কি ফ্রি ল্যান্সিং করা যাবে ?
কেউ কি বলবেন প্লিজ Android / Windows
ফোনের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম
করা যায় কি না । জানালে অনেক উপকৃত
হবো ।


Share with your friends
Khadijakhan

Call

ফ্রিল্যান্সিং নির্ভর করবে আপনার কাজের উপর। আপনি যত বেশি কাজ করতে পারবেন তত আপনার লাভ কিন্তু এন্ড্রয়েড বা উইন্ডোজ ফোন দিয়ে কি দ্রুত কাজ করতে পারবেন? এগুলোতে কাজ করা কিছুটা বিরক্তি কর বলা যায় এবং সময় সাপেক্ষ। হয়তো আপনি কম্পিউটারের মতই অনেক কাজ করতে পারবেন কিন্তু এতে সময় বেশি লাগবে। তবে এতে সীমাবদ্ধতাও রয়েছে। যেমন যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন তাহলে ভালো কোন সফটওয়্যার লোড করতে পারবেন না। আর যদি ওয়েব ডিজাইনিং করেন তাহলে হয়তো কোডিং করতে পারবেন তবে তা অনেক সময় লাগবে।

Talk Doctor Online in Bissoy App
Call

মোবাইল দিয়ে ইনকাম হয় বাট অনেক কম।। আর আপনি যদি ছাত্র হন তাহলে আপনার পড়ালেখা গল্লায় যাবে । কারন এখানে অনেক কাজ করে অল্প কিছু টাকা দে।।যা দিয়ে এম্বি খরচ ঠিক মত উঠে না।।। আবার কিছু সাইটে ভাল কাজ থাকলেও সেগুলতে জয়েন করার জন্য টাকা দিতে হয় & কিছু দিন পর টাকা মারে দে।।। মূল কথা মোবাইল দিয়ে আয় করা যায় না।।। মোবাইল দিয়েই আয় করা যায়।।। এটা আপনার পরিশ্রম এর উপর ডিপেন্ড করবে।।। আপনি একটি ইউটিউব চ্যানেল বা সাইট খুলতে পারেন। যাতে আপনি আপনার দক্ষতা শেয়ার করে হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন।। এতে কত আয় হবে তার হিসাব নেই।।। ১- ১০০০০০ টাকাও আর্ন হতে পারে।।। এবিষয়ে যানতে গুগলে সার্চ করুন ★সাইট থেকে আয় করার উপায় ★ইউটিউব চ্যানেল থেকে আয় করার উপায় আশা করি উত্তর পেয়েছেন।।

Talk Doctor Online in Bissoy App