মাসিক বন্ধ রেখে এবং একি সাথে জন্ম নিয়ন্ত্রন কোন বড়ির মাধ্যমে করা যাবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
mdsagir44

Call

একসাথে দুটা সম্ভবনা, তবে মাসিক পিচানোর জনৌ নরমেনস টেবলেট টি খেতে পারেন,অার মাসিক বন্ধ রাখার জন্রো পিল খেতে পারেন, নরমেনস টেবলেটের একটি নিয়ম মাসিক পিচানোর জনৌ মাসিক শুরু হওয়ার দুদিন অাগ থেকে শুরু করবে যতদিন মাসিক বন্ধ চান ততদিন খেতে থাকবেন,তারপর বন্ধ করে দিলে খাওয়া দুতিনদিন পর অাবার সুরু হবে, ১০+১

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এক সাথে দুইটা সম্ভব না,  তবে চিকিৎসক পিড়িয়ড পিছানোর জন্য   আপনাকে norethisterone নামক ওষুধ গ্রহনের পরামর্শ দিতে পারেন। আপনার চিকিৎসকই আপনাকে এই ওষুধ কখন এবং কয়দিন গ্রহন করতে হবে তা জানিয়ে দেবেন। স্বাভাবিকভাবে, দিনে ৩ বার norethisterone ট্যাবলেট গ্রহনের পরামর্শ দেয়া হয়। মাসিক শুরু হওয়ার ৩ দিন আগে থেকে শুরু করা হয়। ওষুধ বন্ধের ২ থেকে ৩ দিনের মাথায় পুনরায় মাসিক শুরু হতে পারে।তবে অবশ্যই ডাক্তার এর পরামর্শ নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ