mdsagir44

Call

হ্যা, এর সমাধান অাছে। মেমোরিতে সেটিং থেকে অানমাউট করতে হবে। অথবা মেমোরি রেজিস্টেশন করতে হবে।তাহলেই ঠিক হয়ে যাবে। কারন ভিডিও গুলা যাচ্ছে ঠিকই। কিন্তু মেমোরিতে পৌছাচ্ছে না। ভাইরাস হয়ে থেকে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনার মেমোরি ভাইরাস মুক্ত করুন। প্রয়োজনে, ভালো মেমোরি ব্যবহার করুন। এছাড়া, ঐ ফাইল যদি খুবই দরকারী হয়ে থাকে, তাহলে গুগল ড্রাইভে সংরক্ষণ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

এই ধরনের মেমোরি আমারও একটি ছিল। সেই মেমোরিতে কোনো ফাইল (গান, ভিডিও,  ছবি) যাই রাখি না কেন সেটাই নষ্ট হয়ে যেত। আমি ভাইরাসের আক্রান্ত মনে করে প্রথমে ফরমেট করেছি (কম করেও ২-৩ বার)। তারপর আমি কম্পিউটারের দোকানে নিয়ে গেলাম তারা বললো এটা ঠিক করা সম্ভব নয়।         


আমার মনে হয় আপনার একই সমস্যা হচ্ছে। তবুও আপনি ফরমেট করে অথবা এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করে দেখতে পারেন।  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ