Call
ব্রোঞ্জ ব্যাজ মোট ২০ টি। যে কার্যক্রমের প্রেক্ষিতে পাওয়া যায় তা হলোঃ

যাচাইকৃত মানবঃ আপনার ইমেইলটি যাচাই করতে হবে।

উল্লেখযোগ্য প্রশ্নঃ আপনার জিজ্ঞাসিত প্রশ্ন ৫০ জন দেখলে এই ব্যাজ পাবেন।

আত্মজীবনী-রচয়িতাঃ প্রোফাইলের সবকিছু পূর্ণ করতে হবে।

পদকপ্রাপ্ত ব্যক্তিঃ বিভিন্ন রকমের ১০ টি ব্যাজ পেলে এই ব্যাজ পাবেন।

পাঠকঃ ২০ টি প্রশ্ন পড়লে এই ব্যাজ পাবেন।

প্রশ্নকর্তাঃ ১০ টি প্রশ্ন জিজ্ঞাসা করলে এই ব্যাজ পাবেন।

নিয়মিতঃ আপনার নিবন্ধিত হবার মেয়াদ ৯০ দিন হলে এই ব্যাজ পাবেন।

দর্শকঃ সর্বমোট ৩০ দিন এই সাইট পরিদর্শন করলে এই ব্যাজ পাবেন।

সম্পাদকঃ ১ টি ভুল সম্পাদনা করলে এই ব্যাজ পাবেন।

উত্তরদাতাঃ ২৫ টি প্রশ্নের উত্তর দিলে এই ব্যাজ পাবেন।

আগ্রহীঃ একটানা ১০ দিন এই সাইট পরিদর্শন করলে এই ব্যাজ পাবেন।

কৃতজ্ঞঃ অন্যের দেয়া ১ টি উত্তর সেরা উত্তর হিসাবে নির্বাচিত করলে এই ব্যাজ পাবেন।

সুন্দর উত্তরঃ আপনার দেয়া উত্তররে +২ উর্দ্ধ ভোট পেলে এই ব্যাজ পাবেন।

ভোটারঃ ১০ টি ভোট দিলে এই ব্যাজ পাবেন।

মন্তব্যকারীঃ ৫০ টি মন্তব্য করলে এই ব্যাজ পাবেন।

৫০০ ক্লাবঃ ৫০০ পয়েন্ট পেলে এই ব্যাজ পাবেন।

ছবিঃ প্রোফাইলে একটি ছবি আপলোড করলে এই ব্যাজ পাবেন।

পাহরাদারঃ ১ টি অসঙ্গত প্রশ্ন বা উত্তরে সতর্ক করলে এই ব্যাজ পাবেন।

প্রতিভাধরঃ আপনার ১ টি উত্তর সেরা উত্তর হিসাবে নির্বাচিত হলে এই ব্যাজ পাবেন।

নবীকরণঃ ৩০ দিনের পুরনো প্রশ্নে উত্তর দিয়ে ২+ ভোট পেলে এই ব্যাজ পাবেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ