আমি ফেইসবুকে একটি পেজ খুলতে চায়. . যার কোন প্রোফাইল থাকবেনা . . শুধু পেজটাই থাকবে. . বা আরো সহজ করে বলতে , , ফেইসবুকে পেজ খুলতে হলে প্রথমে একটি ফেইসবুক আইডি খুলে . . সেই আইডির অধীনে পেজ খোলা হয়. . আমি চাই ফেইসবুকে কোন প্রোফাইল না খুলে . . সরাসরি পেজ খোলা যায় কি. . যদি যায়. তবে আমাকে সহযোগীতা করবেন
শেয়ার করুন বন্ধুর সাথে
Md Fahim

Call

আপনি ফেসবুক প্রোফাইল ছাড়া কোনভাবেই ফেসবুকপেইজ তৈরি/খোলা যাবে না।। প্রোফাইল লাগবেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফেইসবুকই তো খোলা হয় প্রোফাইল দিয়ে। এবার আপনিই বলেন প্রোফাইল ছাড়া ফেইসবুক পেজ খুলবেন কী করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Maal

Call

একটা অল্টার্নেট মেথড- প্রথমত আপনাকে একটা প্রোফাইল খুলে নিতে হবে। তারপর সেই প্রোফাইলকেই আপনি পেইজ হিসাবে মাইগ্রেট করবেন। এটি পেইজ ক্রিয়েট করার সময় অপশন্টা পাবেন। এক্ষেত্রে আপনার প্রোফাইলের ফ্রেন্ডসগুলা লাইক হিসাবে মাইগ্রেট হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ