আমি ssc তে এ+ পেয়েছি। কোন নির্দিষ্ট বিষয় নিয়ে পড়তে আগ্রহী জীব্বিজ্ঞান,বাংলা পড়তে ভালো বাসিনা। কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে চাই। যদিও বিজ্ঞান নিয়ে পড়ছি ব্যবসা করার ইচ্ছা আসে।  সফটওয়্যার কোম্পানি টাইপের কিছু ব্যবসা করতে চাই। দেশের বাইরে উচ্চতর পড়াশোনা করার ইচ্ছা আছে। আমার জন্য hsc নাকি ডিপ্লমা কোনটি বেশি ভাল হবে।???
Share with your friends
Call

এইচ এস সি আপনার জন্য ভাল হবে।এইচ এস সির পর আপনি কম্পিউটার বিষয়ে যেমনঃকম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে অনার্স করতে পারবেন এবং এরপর আপনার রেজাল্ট ভাল হলে আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশেও যেতে পারবেন।         

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি HSC কে ভর্তি হোন।।ডিপ্লোমা থেকে HSC অনেক ভাল।।HSC তে ভাল রেজাল্ট করুন।।তারপর কোন University তে চান্স নিন।।চান্স পেলে লাইফ ৫০ % সফল হয়ে যাবে।।।বাকি ৫০ % সফলতা আসবে পড়াশোনা শেষে যদি মনের মত কোন কর্মক্ষেত্র তৈরি করতে পারেন।।।আশা করি বুঝতে পারছেন।    

Talk Doctor Online in Bissoy App
sgr

Call

এইচ এস সি তে পড়েন।

Talk Doctor Online in Bissoy App