Xiaomi Redmi Note 7 ফোনটি তো চীন আবিষ্কার করেছে। আবার, ভারত আবিষ্কার করলো কী করে? আমার এক ভাই, এই ফোনটি কিনে এনেছে ১৬,২০০ টাকা দিয়ে।
Share with your friends

শাওমি ব্র্যান্ডের মোবাইলগুলো চীনে এবং ভারতে দুই দেশেই তৈরী হয়। ভারতে নিজস্ব আলাদা শাওমি ব্র্যান্ড আছে। । আপনার এই মোবাইল ফোনের পার্থক্য হলো চীনের তৈরি মোবাইলটিতে মেইন ক্যামেরা হিসেবে ব্যবহৃত হয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা আর ইন্ডিয়ানটায় ব্যবহৃত হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। চীনের শাওমি মোবাইলকে বলে গ্লোবাল ভার্সন।

Talk Doctor Online in Bissoy App