শেয়ার করুন বন্ধুর সাথে
Tarek Mijan

Call

ডেল ইন্সপিরিওন এন৩৫৬৭ (Dell Inspiron n3567 ) - ব্র্যান্ড ভ্যালুর বিচারে ডেল-এর এই মডেলটিও অন্যান্যগুলোর তুলনায় খুব একটা কম যায় না। ষষ্ঠ প্রন্মের ২.০ গিগাহার্জ ইন্টেল কোর আই ৩ প্রসেসর এবং ৪ জিবি র্যাম এই মডেলটিকে কাজ চালানোর প্রয়োজনীয় শক্তি সরবরাহ করছে। ১০০০ জিবি হার্ডডিস্ক এর সাথে ১৫.৬ ইঞ্চি এর এইচডি ডিসপ্লে যাতে আপনি যেকোনো এইচডি মুভি বা ইউটিউব থেকে ১০৮০পি এর ভিডিও দেখতে পারবেন। ল্যাপটপটি অন্যান্য ল্যাপটপ এর তুলনায় একটু ভারী এর ওজন ২ কেজির উপরে। এতে হাই ডেফিনেশন মাক্স অডিও প্রো সিস্টেম থাকায় আপনি ক্লিয়ার সাউন্ড পাবেন যে কোন ভলিয়মে। ইন্টেল এইচডি গ্রাফিক্স ৫২০ থাকায় আপনি ফটোশপ এর কাজ ছাড়াও কিছু নতুন পুরাতন গেম খেলতে পারবেন। দ্রুত ডেটা ট্রান্সফার এর জন্য রয়েছে ইউসবি ৩.০ পোর্ট আরও আছে এইচডি ওয়েব ক্যামেরা। ২ সেল এর লিথিয়াম হাই পারফরমান্স ব্যাটারি থাকায় প্রায় চার ঘণ্টা পর্যন্ত আপনি ব্যাকআপ পাবেন। ইন্সপিরিওন এন৩৫৬৭ এক বছরেরে বিক্রয় সেবা সহ দাম পরবে ৩২,৫০০ টাকা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rasel Ahmed

Call
বর্তমানের বাজারের ল্যাপটপ হলো :
  • ASUS X555L intel i3
  • Price 35,500৳
গতকাল আমার কাকা কিনেছে খুবই ভালো ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ