বিস্তারিত দলিলসহ বর্ণনা করুন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

টুপি পরা ইহরামধারী লোকের জন্য বৈধ নয় রাসুল (সাঃ) ইহরামধারী লোকের জন্য টুপি পরার নির্দেশ দেননি। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত আছে, এক লোক দাড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমাদেরকে ইহরাম অবস্থায় আপনি কি ধরণের পোশাক পরার নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জামা, পাজামা, টুপি, পাগড়ী ও মোজা পরবে না। তবে কোন লোকের জুতা না থাকলে সে লোক চামড়ার মোজা পরবে যা পায়ের গোছার নিচে থাকে। যাফরান ও ওয়ারাস রং এ রং করা কোন পোশাক তোমরা পরবে না। ইহরামধারী মহিলারা মুখ ঢাকবে না এবং হাতে দস্তানা (হাত মোজা) পরবে না। (সূনান আত তিরমিজী হাদিস নম্বরঃ ৮৩৩ সহীহ বুখারী হাদিস নম্বরঃ ১৫৪২ হাদিসের মানঃ সহিহ)।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ