Call

YouTube থেকে ভিডিও নামানোর বেশ কিছু উপায় আছে। কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য Software টি হল IDM - Internet Download Manager. এর মাধ্যমে আপনি খুব সহজেই ভিডিওর মান অনুযায়ী ডাউনলোড করতে পারবেন।


এখন ব্যাপার হল এটা কো ফ্রী সফটওয়্যার না। কিন্তু ট্রায়াল ভার্সন ও 1 মাস চালাতে পারবেন। আর নানা উপায়ে অবশ্য এটাকে একটিভ করে নেয়া যায়। তবে সেই ধরণের একটিভেটরগুলো নেটে থাকলেও সেগুলো কপিরাইট লঙ্ঘনের কারণে মুছে ফেলা হয়।


যাই হোক আপনি প্রথমে আপনার ব্রাউজার (গুগল ক্রোম বা ফায়ারফক্স হলে ভাল হয়) আপডেট করে নিন। তা না হলে অনেক সময় IDM এর Integration ঠিক মত কাজ করে না। এরপর IDM এর সাইট থেকে লেটেস্ট ভার্সন নামিয়ে নিন। তারপর সেটা ইন্সটল করুন। ইন্সটল করার পর আপনার ব্রাউজার IDM Integration করার কথা বলতে পারে। সেক্ষেত্রে অনুমতি চাইলে আপনি Allow করে দিবেন। ব্রাউজার রিস্টার্ট ও করা লাগতে পারে।


image


এসব কাজ সম্পন্ন হবার পর আপনি YouTube এ কোন একটা ভিডিও লোড করুন। দেখবেন ভিডিওর ওপর ডান দিকে IDM এর অপশন দেখা যাচ্ছে। এবার ওটাতে ক্লিক করে আপনি ভিডিওটি নামাতে পারবেন। ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App