Share with your friends
Call

পিজা বারগার আর অনেক আছে যে গুলা ফাস্ট ফুড বলে এগুলা সাধারনত খুব দূত ভাবে তৈরি করে দেয়া কে ফাস্ট ফুড বলে।

Talk Doctor Online in Bissoy App
mohsinkk

Call

জাংক ফুড। বারগার

Talk Doctor Online in Bissoy App
Call

ফাস্ট ফুড কি?

যে কোন খাবার যেটি তৈরিতে অল্প সময় লাগে তা ফাস্ট ফুড হিসেবে গণ্য হতে পারে, কিন্তু সচারচর ফাস্ট ফুড বলতে সেই খাবারগুলোকে বোঝানো হয় যা মূলত হোটেল-রেস্তোরাঁতে বিক্রি করা হয়, এবং ক্রেতা চাওয়া মাত্রই পরিবেশন করা হয়।

১৯৫১ সালে ইংরেজি মরিয়াম-ওয়েবস্টার অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে fast food ( ফাস্ট ফুড ) শব্দটি প্রথম স্বীকৃতি লাভ করে।

 

এর অর্থ কি?

এর অর্থ হলো দ্রুত তৈরি করা কোন খাবার। বা হোটেলের ক্ষেত্রে ক্রেতা চাওয়ার মাত্রই পরিবেশন করাই হলো ফাস্ট ফুড।

ফাস্ট ফুডের নাম -


ফাস্ট ফুড বলতে প্রধানত বার্গার , ফ্রাইড চিকেন , হট ডগ ইত্যাদি খাদ্য ফাস্টফুড আইটেম বোঝায়।

Talk Doctor Online in Bissoy App