NH4Cl + Ca(OH)2 > CaCl2 + A + H2O
Share with your friends

আপনার প্রদত্ত বিক্রিয়াটি সম্পূর্ণ করে পাই,

পাই,

NH4Cl+ CA(OH)2 = Cacl2 + NH3 + H2O

অতএব, A হলো NH3

এখন, NH3 এর সাথে CO2 ও পানি যোগ করলে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হয়। তারপর অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেটকে সোডিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা বেকিং পাউডার প্রস্তুত করা হয়। তারপর বেকিং পাউডার কে উত্তাপে বিয়োজিত করলে সোডা অ্যাস উৎপন্ন হয়। 

সমীকরণঃ-

NH3+CO2+H2O = NH4HCO3

NH4HCO3 +NaCl = NaHCO3 + NH4Cl

2NaHCO3 = Na2CO3 + CO2 +H20

এই Na2CO3 কে সোডা অ্যাস বলা হয়। 

Talk Doctor Online in Bissoy App