Sujon Max

Call

যে কোনো কেনাকাটা এখন অনলাইনেই সারতে পারেন। বইয়ের মতো প্রয়োজনীয় জিনিসও কেনার সুযোগ পাচ্ছেন অনলাইনে। প্রিয়জনকে বই উপহার দিতে কিংবা প্রয়োজনীয় কোন বই যা আপনার পাশের বইয়ের দোকানে নেই তা সংগ্রহ করতে অনলাইন বইয়ের দোকানগুলোর তুলনা নেই। ঘরে বসেই দরকারি বইটা সংগ্রহ করে নিতে পারবেন অনলাইন বইয়ের দোকানগুলো থেকে। জেনে নিন বাংলা বই কেনার ৫ টি দারুন সাইটের কথা: রুবি এন্টারপ্রাইজ: (www.rubibook.com) ১৯৯৫ সালে স্থাপিত রুবি এন্টারপ্রাইজ বাংলাদেশের প্রথম অনলাইন বইয়ের দোকান বলে দাবী করে। এখানে রয়েছে একাডেমিক, গবেষণা, ঐতিহাসিক কলা, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিক প্রত্নতত্ত্ব, রাজনৈতিক ইতিহাস, গ্রামীণ ইতিহাস, ঐতিহাসিক স্থাপত্য প্রভৃতি সম্পর্কিত বইয়ের সম্ভার। তাদের সাইটে দেয়া বইয়ের তথ্য দেখে অর্ডার করতে পারেন নিজের চাহিদা অনুযায়ি। পিবিএস: (www.pbschain.com) পিবিএস একটি বইয়ের দোকান। এখানে অনলাইনে আপনি অর্ডার করতে পারবেন আপনার পছন্দের বই। ২০১০ সালের মার্চের ১২ তারিখ যাত্রা শুরু করা বইয়ের দোকানটিতে রয়েছে প্রচুর বইয়ের কালেকশন। নানা ক্যাটাগরিতে সাজানো রয়েছে দামসহ বইয়ের তথ্য। আপনি চাইলেই অনলাইনে অর্ডার করে হাতে পেতে পারেন দারুন সব বই। বইমেলা: (www.boi-mela.com) বইমেলা আর একটি চমৎকার অনলাইন বইয়ের দোকান। গত তিনবছর ধরে গ্রাহকদের সেবা দিয়ে আসছে এটি। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কিংবা নাটক যে কোন বই আপনি অর্ডার করতে পারেন। লেখক, প্রকাশনী, বিষয় ভিত্তিক ক্যাটাগরিতে সাজানো বই থেকে বেছে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় বই। রকমারি: (http://rokomari.com) রকমারি অনলাইন বইয়ের দোকান হিসেবে জনপ্রিয়। জানুয়ারি ১৯, ২০১২ সালে শুরু করা অনলাইন দোকানটিতে রয়েছে নানাধরণের বইয়ের সংগ্রহ। অনলাইনে বা ফোনে বইয়ের অর্ডার করা যায়। মাত্র ত্রিশ টাকা শিপিং কস্টের মাধ্যমে ঘরে বসেই কেনা যেতে পারে ইচ্ছেমতো বই। এই সাইটের সবচেয়ে ভালো দিক হলো কিছু বইয়ের রিভিউ রয়েছে। যদি সবগুলো বইয়ের রিভিও থাকতো তাহলে বিষয়টা আরো ভালো হতো। নীলক্ষেত: (http:// www.nilkhet.co) কমমূল্যে বইকেনার জন্য নীলক্ষেত খুবই পরিচিত। ইচ্ছে হলে নীলক্ষেতের বইও আপনি এখন কিনেতে পারবেন অনলাইনে। www.nilkhet.co সাইটে গিয়ে অর্ডার করতে পারবেন প্রিয় বই, প্রয়োজনীয় বই; অবশ্যই নীলক্ষেত মূল্যে। এছাড়াও আরো অনলাইন বইয়ের দোকান রয়েছে। প্রিয়, প্রয়োজনীয় বইটি সংগ্রহ করে পাঠ করে উজ্জীবিত হোন। আলোকিত হোক আপনার জীবন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি বইপোকা নামক অ্যাপ থেকে বই কিনতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ