যম জামাই ভাগ্নে,,এরা আপন নয় কেনো,,??

ব্যাখ্যা সহকারে বুঝিয়ে বলবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
HMMOBAROKBD

Call

এটি একটি কলকাতার প্রবাদ-যম-জামাই-ভাগ্না, কেউ নয় আপনা! অর্থাৎ এই তিন সম্পর্কেই কোনও দিন আপন হতে পারে না৷ যম মৃত্যুর দূত৷সে কারো কথা শুনেনা,মৃত্যুর সময় আসলে সে ঠিকই নিয়ে যাবে৷ ভাগ্নে সে অন্য বংশের৷ তবে জামাই তো নিজের মেয়ের স্বামী! তাহলে জামাই কেন আপন নয়?হিন্দুশাস্ত্রের ব্যাখা অনুযায়ী, জামাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ির সম্পর্কটা হল একেবারেই স্বার্থের ওপর দাঁড়িয়ে৷আর এই স্বার্থটা হল জামাইকে তোষামদ । কারণ, এতে মেয়ে ভাল থাকবে। যম মানুষের মৃত্যু দূত। ভাগ্নে অন্যের বাড়ির ছেলে। কিন্তু, জামাই অন্যের বাড়ি হলেও মেয়ের সঙ্গে সাংসরিক বন্ধন থাকায় শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে আবদ্ধ। তাই যম, ভাগ্নে, ছেড়ে জামাইকে আপ্যায়ণের মানে মেয়েকে ভাল রাখা।সুতরাং -এ প্রবাদের এই ব্যাখ্যা দেওয়া যায়৷  তবে!এসব প্রবাদ মাত্র, সত্য নয়৷এই তিনজন'ই আমাদের অনেক উপকারে আসতে পারে৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ