Call

না,আপনি দেখতে পারবেন না।তবে আপনি অনুমান করতে পারবেন কে আপনাকে ব্লক মেরেছে..আপনার সাথে যদি উক্ত ব্যক্তিটির আগে চ্যাট হয়ে থাকে তাহলে আপনি মেসেজ অপশনে গিয়ে যদি দেখতে পান 'you cant reply to this conversation'তাহলে মনে করবেন সে আপনাকে ব্লক মেরেছে।আর সবচেয়ে ভাল হয় এ পদ্ধতিটাঃপ্রথমে আপনি গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে তার ফেসবুক আইডি সার্চ করুন।তার ফেসবুক আইডি গুগলে আসার কথা..তারপর আপনি তার ফেসবুক আইডির লিংক কপি করে আপনার প্রোফাইল থেকে সার্চ ইঞ্জিনে দিন।তারপর যদি কিছু না আসে তাহলে আপনি মনে করবেন সে আপনাকে ব্লক করেছে কারণ গুগলে আপনি তার আইডি পেয়েছেন।আর এটা এছাড়াও আপনি অন্যের মোবাইল থেকে উক্ত ব্যক্তির ফেসবুক আইডি সার্চ করতে পারেন।আর যদি আইডি সার্চ করে পেয়ে যান তাহলে সে আপনাকে ব্লক করেছে.......

বিঃদ্রঃ আপনি গুগলে কারো আইডি সার্চ করার আগে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপ বা ব্রাউজার থেকে লগআউট করবেন।             
Talk Doctor Online in Bissoy App