গুপ্তবীজী এবং ব্যক্তবীজী উদ্ভিদ কাকে বলে?


শেয়ার করুন বন্ধুর সাথে
নগ্নবীজী/ব্যক্তবীজী: যেসব উদ্ভিদের ফুল হয়, বীজ হয় কিন্তু ফল হয় না তাদেরকে নগ্নবীজী বা ব্যক্তবীজী উদ্ভিদ বলে। যেমন: সাইকাস, পাইনাস ও নিটাম।

আবৃতবীজী/গুপ্তবীজী: যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ হয় এবং বীজগুলো ফলের মধ্যে আবৃত বা গুপ্ত থাকে তাদেরকে আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদ বলে। যেমন: আম, জাম, কাঁঠাল ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ