শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার জমি কোন জায়গায় আবস্থিত জমির দাম সেটার উপর নির্ভর করেবে।যেমন ধরেন আমাদের বাসা বাস্তার ধারে না তাই ৪৫০০০ টাকা শতাংশ।আবার আমার মামা রাস্তার দারে জমি কিনেছে ৬৫০০০ টাকা শতাংশ । সহরে আর অনেক দাম হতে পারে । আপনি যে জায়গায় জমি  বিক্রি করবেন সে জায়গার কোন রেজিস্ট্ররি আফিসে যোগাযোগ করেতে পারেন ।এটাই সবচেয়ে ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Shisir

Call

জমির দাম নির্ভর করবে তার পজিশনের ও এলাকার উপর । আপনার জমিটি গ্রামে হলে আপনি ৫০-৬০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন । শহরের পাশ্ববর্তী এলাকায় হলে ২ থেকে ৩লক্ষ টাকায়া বিক্রি করতে পারবেন । আর যদি মেইন টাউনে হয় তাহলে ১৫ থেকে ২০ লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন । আর ঢাকা শহরের কোনো ভালো এলাকায় হলে আপনি ১শতক জমি ৫০ থেকে ৬০ লক্ষ বা তার উপরে বিক্রি করতে পারবেন । তবে ১শতক জমি কেউই নিতে চাইবে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ