Call

এককথায় বলতে গেলে রুট করলে আপনি আপনার ফোনকে নিজের মত করে চালাতে পারবেন।

সুবিধা সমূহের মধ্যে ব্যাটেরি লাইফ বাড়াতে পারবেন, সুন্দর সুন্দর অ্যাপস আছে যেগুলো রুট এক্সেস ছাড়া চালাতে পারবেন না, রুট করলে এসব অ্যাপস ব্যবহার করতে পারবেন(এর ফিচারগুলো অসাধারণ), অপ্রয়োজনীয় সিস্টেম অ্যাপস আনইন্সটল করতে পারবেন, নিজের ইচ্ছা মত অ্যাপস কে এক্সটারনাল মেমরি তে ইন্সটল করতে পারবেন এতে ইন্টারনাল স্টোরেজ  স্পেস  বেশি থাকবে এবং স্মুথলি ফোন চালাতে পাবেন, আরেকটা বিষয় হলো কাস্টম রম ব্যবহার করতে পারবেন আর যদি রম পোর্ট করতে পারেন তাহলে তো আরও ভালো।


তবে অসুবিধাও আছে কিছু,

ফোনের ওয়ারেন্টি হারাবেন, রুট করতে গিয়ে ভুল করলে ফোন ব্রিক করতে পারে, (ভাইরাস আক্রান্ত হতে পারে তবে সাবধান থাকলে সমস্যা নেই)।।

আরও দেখুন

* ব্যক্তিগত ভাবে যদি বলি তাহলে, ফোন সম্পর্কে ভালো ধারণা থাকলে রুট করতে পারেন, ভালো লাগবে।

Talk Doctor Online in Bissoy App