ফাউন্ডেশন কাকে বলে?? 
আমি আসলে জানতে চাচ্ছি এ শব্দটি কোন স্থানে ব্যবহার হয়? 

আসল বিষয়টা হল, আমি একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছি যার আওতাধীন আপাতত একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে তবে এর আওতায় আস্তে আস্তে ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, বই পাবলিশ করা, হসপিটাল, ফুড কম্পানী ইত্যাদি গড়ে তোলার ইচ্ছা আছে।

তো এমন স্থানে  ‘আইকন ফাউন্ডেশন’  যে কোন নামের সাথে ফাউন্ডেশন যোগ করা যাবে কি না??


শেয়ার করুন বন্ধুর সাথে

Foundation মানে ভিত্তি,ভিত,বুনিয়াদ,সংস্থাপন, সংস্থা,মুল ভিত্তি,ইত্যাদি। তা আপনি চাইলে 'আইকন ফাউন্ডেশন' ব্যবহার করতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ