নতুন নিয়োগ প্রাপ্ত একজন্য পুলিশ কনস্টেবল ১৭তম গ্রেডে বেতন পেয়ে থাকে। বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বিধি মোতাবেক পেয়ে থাকেন। একজন পুলিশের বেতন কত?


  • মূল বেতন  ৯০০০ (স্কেল ৯০০০-২১৮০০)
  • ব্যক্তিগত ভাতা মাসিক-৪৫ টাকা।
  • (বাড়ি ভাড়া ৪৫০০ টাকা বিয়ে করার পরে পাবেন...!!!)
  • বাড়ি ভাড়া সর্বনিম্ন ৫০% হারে ৪৫০০ টাকা
  • কিট ভাতা বাৎসরিক-৭১৫ টাকা
  • ধোলাই ও চুলকাটা ভাতা মাসিক-৮৫ টাকা
  • খোরাকী দৈনিক-৫০০ টাকা। (এটা আলাদা ভাবে প্রতি দিনের ডিউটির জন্য দেওয়া হয় মাসে শুধু  একবার ৫০০ টাকা পাবেন )

  • চিকিৎসা ভাতা-১৫০০ টাকা মাসিক
  • উৎসব ভাতা, ভ্রমণ ভাতা বিধি মোতাবেক

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ArmanXPC

Call

কন্স্টেবলের বেতন প্রাথমিক পর্যায়ে ১৪৫০০৳ মতো এবং সবশেষে ২১৮০০৳।(ভাতা সহ) উক্ত বেতনে বাড়ি ভাড়ার ২০%,(বিয়ের পর) ঝুকি বা অনিশ্চয়তা ভাতা ৫% আবার বছরে টাকার উপর ৫% দেয়া হয় আবার চিকিৎসা ও বিভিন্ন ভাতা দেয়া হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ