শ্রদ্ধেয় Admin.একটা বিষয় জানার ছিল।আশা করি সহায়তা করবেন।আগ্রিম ধন‌্যবাদ জানিয়ে রাখছি। (BPDP) বাংলাদেশ বিদ‌্যুং উন্নয়ন বোর্ড কতূক জুলাই -১৯ বর্তমান ইউনিট প্রতি কত করে সার চার্জ কর্তন ধায‌্য করা হলো।তা জানতে চায় ।এছাড়া ও প্রতি  100unit 200Unit 300Unit 350Unit 400Unit 450unit 500Unit 600 unit 650 unit কত টাকা করে সার চার্জ ধায‌্য করা হয় বর্তমানে ও কত টাকা আসে এইসব ইউনিটে।তা জানা খুবই দরকার ছিল।প্রতিটি ইউনিট এইভাবে লেখার কারন ,আমার বিল ইউনিট প্রতি কাগজে বাড়তি করে বিল টাকা উঠানো হয়েছে।এই মাসে ৪০০ ইউনিট আসলো সেটাই ৪৭০০ টাকা বিল করলো।আরেকটাই ইউনিট ৪৫০ আসলো ৪৮০০ টাকা করলো।এখন জানতে চাচিছ উক্ত ১০০ থেকে ৬৫০ ইউনিট সার চার্জ কত টাকা বর্তমানে দরা হয়। প্লিজ Admin সদস‌্যগন help করবেন।বিষয়টাা
Share with your friends