Call

সাকিব আল হাসান বিশ্বের একমাত্র খেলোয়াড় যে এক বিশ্বকাপ আসরে একাই ৬০০+ রান এবং ১০+ উইকেট নিয়েছেন।এই বিশ্বকাপেই তিনি এ রেকর্ডটি করেছেন।এছাড়া তিনি বাংলাদেশের প্রথম বোলার হিসেবে বিপক্ষ দলের বিপক্ষে ৫ উইকেট শিকার করেছেন।         

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি সব হয়তো বলতে পারবোনা।তবে বেশিরভাগই বলার চেষ্টা করব।এবার world cup এ সাকিবের রেকর্ডঃ

১।ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সময়ে ৬০০০ রান ও ২০০+ উইকেট শিকার করেন।
২।world cup এ যুবরাজ সিং এর পরে ২য় খেলোয়ার হিসেবে এক ম্যাচে ৫০+ রানের পাশাপাশি ৫ উইকেট নেন।
৩।world cup এ প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০+ রানের পাশাপাশি ৩০+ উইকেটও শিকার করেন।
৪।world cup এ কপিল দেবের পরে সাকিবই যেকোনো ম্যাচে ১টি শতকের পাশাপাশি যেকোনো ম্যাচে ৫ উইকেট নেন।
৫।এক world cup এ ৬০০+ রানের পাশাপাশি ১০+ উইকেট ১ম ক্রিকেটার হিসেবে তিনিই নিয়েছেন।
৬।world cup এ সাকিবের world cup এ মোট রান ১১৪৬।এতে world cup এর ইতিহাসে সেরা ১০ রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে নিজের নাম লিখালেন সাকিব।
এছাড়াও আরো দুই-একটি রেকর্ড থাকতে পারে।তবে আমি আপাতত এগুলোই জানি।কোন ভুল হলে ক্ষমা করবেন।ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হিজবুল্লাহর শয়তানি রেকর্ড আছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ