Call

দুধে পানি মিশানো একটা অপরাধ|গুণে ভরা দুধে পানি মিশানোর কোন প্রয়োজন পড়ে না|দুধের পরিমাণ বাড়ানোর জন্যই পানি মিশানো হয়|আর পানি মিশালে দুধের প্রকৃত স্বাদ থাকে না|ফলে কেউ পানি মিশ্রিত দুধ দিলে গালি তো খাবেই| অন্যদিকে মদে পানি মিশিয়ে খাওয়া হয়|মদ অত্যান্ত কড়া প্রকৃতির হয়|ফলে পানি মিশিয়ে খেলে কিছুটা নরম হয়|আবার অনেকে সরাসরি মদ খেতে পারে না খেলেও পরবর্তীতে সমস্যা হয়| এজন্য মদের তীব্র প্রভাব কমিয়ে নরম প্রকৃতির বানাতেই মদে পানি মিশিয়ে খাওয়া হয়|চাট হিসেবে অন্য কোন জিনিসের সাথেও খাওয়া হয়|

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ