Saifmehedi

Call

পাইলট হতে হলে আগে আপনাকে বাংলাদেশ থেকেই কোর্স করতে হবে।আপনি বাইরেও করতে পারবেন তবে প্রচুর খরচ হবে।বাইরে থেকে করাই ভালো মনে হয়।কোর্সের সময় ও খরচঃ বৈমানিক

কোর্স করতে দেড় থেকে সর্বোচ্চ
তিন বছর লাগে। পিপিএল কোর্স
করতে লাগে ছয় মাস। আর সিপিএল
কোর্সে সময় লাগে এক বছর। বছরে
জানুয়ারি-ফেব্রুয়ারি ও জুলাই-
আগস্ট দুটি সেশনে বৈমানিক
কোর্সে ভর্তি হওয়া যায়।
প্রতিষ্ঠানভেদে বৈমানিক কোর্সের
খরচের কিছুটা তারতম্য হয়।
সাধারণত পিপিএল ও সিপিএল
কোর্স দুটি শেষ করতে ২০ থেকে ৩০
লাখ টাকা প্রয়োজন। কোর্স ফির
বেশির ভাগই খরচ হয় ব্যবহারিক
অর্থাৎ ফ্লাইং করতে। সাধারণত
প্রতি ঘণ্টা ফ্লাইংয়ের জন্য খরচ
পড়ে ১৪ থেকে ১৫ হাজার টাকা।এসব কোর্স আপনাকে ফ্লাইং একাডেমী থেকে করতে হবে।

Talk Doctor Online in Bissoy App