অনার্সে ভর্তি অাবেদন করার সময় এভাবে সাবজেক্ট চয়েজ দিন।

১ম-ফিন্যান্স

২য়-অ্যাকাউন্টিং
৩য়-মার্কেটিং
৪র্থ-ম্যানেজম্যান্ট

অামার মতে কমার্স থেকে ফিন্যান্স নিয়ে অনার্স করলে ভালো হবে।
ফিন্যান্সে চান্স না হলে অ্যাকাউন্টিং নিয়ে অনার্স করলে ভালো হবে।
অ্যাকাউন্টিংয়ে চান্স হলে মার্কেটিং নিয়ে অনার্স করলে ভালো হবে।
মার্কেটিংয়ে চান্স না হলে ম্যানেজমেন্ট নিয়ে অনার্স করুন।

যাই হোক,আপনার কাছে যে সাবজেক্টটি পড়তে ভালো লাগে অথবা যে সাবজেক্টটি সহজ মনে হয় সে বিষয়ে অনার্স করা উচিত।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ