Share with your friends

Email এর পূর্ণ অর্থ হচ্ছে Electronic Mail. এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার (কম্পিউটার বলতে শুধু Laptop বা Desktop না Mobile কিংবা Tab গুলোও ) এ ইন্টারনেটের মাধ্যমে বার্তা পাঠানোর মাধ্যম ই হল ইমেইল। ইমেইল গুলোর প্রথম অংশে থাকে ইউজার নেম এবং এর পরই থাকে @ ( at the rate of কিংবা শুধু at বলে ডাকা হয় এই সাইন কে ) । @ এর পর থাকে ইমেইল সার্ভিস প্রভাইডারের ওয়েব এড্রেস । মেইল আইডি গুলো দেখতে অনেক টা এই রকম : [email protected] কিংবা [email protected] ইত্যাদি ।

Talk Doctor Online in Bissoy App
Call

email এর পূর্ণ অভিব্যক্তি হল  electric mail এবং এর অর্থ হল বৈদ্যুতিক গতিতে চিঠি আদান প্রদান করা। 

এটাকে email নাম করনের আরেকটি স্বার্থকতা এই যে এর মাধ্যমে সারা পৃথিবীতে একযোগে এক বা ততোধিক এমনকি শত শত mail পাঠাতে পারা যায়। 

আর খুব সহজ ভাবে এন্ড্রয়েড মোবাইল দিয়ে email address তৈরি করে নেয়া যায়। 

Talk Doctor Online in Bissoy App